নোটিশ

  • নিয়োগ বিজ্ঞপ্তি
    ২৬ অক্টোবর ২০২৫

  • ১। অনলাইনে আবেদনকৃত প্রার্থীগণকে লিখিত পরীক্ষার সময় (২২ নভেম্বর ২০২৫)  তারিখে স্বহস্তে লিখিত  আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্র ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, নিজের ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের জমা রশিদের মূলকপি সঙ্গে আনতে হবে এবং স্ব স্ব কক্ষ প্রত্যবেক্ষকের নিকট জমা দিতে হবে । অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

    ২। অসম্পূর্ণ, মিথ্য, অসত্য কিংবা ভুল তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
    ৩। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৫।

    ৫। এ সংক্রান্ত পরবর্তী সকল তথ্য ও নির্দেশনা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.sylhetcpsc.edu.bd ও অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/sylhetcpsc এ প্রকাশ করা হবে।

    ৬। নিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

    ৮। Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe2JY7OtP7mE0nj-f3eld1yW-Qo-B8JE4_35kmYt5GHaPRjEA/viewform?usp=header

    বিশেষ প্রয়োজনেঃ 


    যোগাযোগ: