গত ২১.০৮.২০২৩ থেকে ২৩.০৮.২০২৩ তারিখ পর্যন্ত আন্তঃক্যান্টনমেন্ট বার্ষিক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ (সিলেট ও কুমিল্লা অঞ্চল) জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজর স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি উভয় ইভেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী চারটি দলের তিনটি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। চূড়ান্ত ফলাফলে কলেজ শাখার বিতর্ক দল বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এবং স্কুল শাখার দল বাংলা বিতর্কে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। তাছাড়া, কলেজ শাখার বিতার্কিক রাফিদ মোল্লা ইংরেজি বিতর্কে টুর্নামেন্ট-শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়। উল্লেখ্য, বাংলা মাধ্যমের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীরা প্রথমবারের মত ইংরেজি বিতর্কে অংশগ্রহণ করে এবং ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।