News

   News

  • Farewell Reception and Doa Mahfil of SSC-2024 batch was held at Sylhet Cantonment Public School and
    07 February 2024
  • আজ ৭ই ফেব্রুয়ারি,রোজ  বুধবার। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজন করে এসএসসি-২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে কর্নেল মো রোকনুজ্জমান খাঁন, এইসি, পিএইচডি। এছাড়াও উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।   অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে দু’জন এ প্রতিষ্ঠানে তাদের অভিজ্ঞতার কথস স্মৃতিচারণমূলক বক্তব্যে তুলে ধরে। এরপর শ্রেণিশিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক তুলে দেন অধ্যক্ষ।   প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-"সুশৃঙ্খল এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের পদস্পর্শে একদিন মুখরিত হয়ে উঠেছিল। যে পথ একদিন তোমাদেরকে নিয়ে এসেছিল এই প্রতিষ্ঠানের আঙিনায় আজ সেই পথই আবার ডাক দিয়েছে, ‘হাঁকিছে ভবিষ্যৎ, হও আগুয়ান।" অধ্যক্ষ আরও বলেন, ‘একদিকে তোমাদের শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত হতে চলেছে অন্যদিকে নতুন একটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে তোমাদের বিদায় দিতে হচ্ছে। সামনে রয়েছে তোমাদের অবারিত সুযোগ। ভালো ফলাফলেই তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা।’   এছাড়াও তিনি শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া, সতর্কতার সঙ্গে উত্তরপত্রের প্রথম অংশ পূরণ করা ও সর্বাবস্থায় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপদেশ দেন।